“থাকব না কেউ পিছনে : গড়ব সমাজ একসনে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ পালিত হয় বিশ্ব প্রবীণ দিবস। এ উপলক্ষ্যে নগরীর স্কুল হেলথ ক্লিনিক মিলনায়তনে গুণীজন সম্মাননা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করে বেসরকারী সংস্থা পরিবর্তন-খুলনা ও দেশ।
অনুষ্ঠানে ওস্তাদ কালী পদ দাস, অসিত বরণ ঘোষ, অধ্যক্ষ জাফর ইমাম, বেগম মাজেদা আলী ও অধ্যাপক সুশান্ত সরকার কে গুণীজন সম্মাননা প্রদান করা হয় এবং তাঁদের সংক্ষিপ্ত জীবনীসহ সংগীত ও শিক্ষাক্ষেত্রে নানামূখী অবদানের কথা উল্লেখ করা হয়।
“সুস্থ সমাজ গঠণে নবীন প্রবীণ সম্পর্কের গুরুত্ব” বিষয়ক রচনা প্রতিযোগিতায় খুলনা জেলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র অনিক ঘোষকে প্রথম, নবম শ্রেণীর তামজিদ হোসেন তানিম দ্বিতীয় এবং নবম শ্রেনীর সুদীপ্ত বিশ্বাস তৃতীয় স্থান অধিকার করে। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা সমাজ সেবা অধিদপ্তরে উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ, বিশিষ্ট আইনজীবী এড. মোঃ এনায়েত আলী ও প্রবীন হিতৈষি সংঘের সভাপতি ডাঃ মোঃ মুরিদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবর্তন-খুলনার সভাপতি এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পরিবর্তন-খুলনা’র নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড।
অনুষ্ঠানে শিশু মঞ্চের পরিচালক নাদিমুল আলম প্রবীণদের প্রতি আমাদের কর্তব্য বিষয়ক ভিডিও চিত্র উপস্থাপন করেন।








সর্বশেষ মন্তব্যসমূহ