খুলনায় বাসের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রি নিহত।শুক্রবার দুপুর তিনটায় খুলনা-যশোর মহাসড়কের গোয়ালখালি এলাকায় বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ঘাতক বিআরটিসি’র বাসটি আটক করলেও ড্রাইভার পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টুঙ্গিপাড়া থেকে যশোরগামী বাসটি ঘটনাস্থলে একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইকের চালক সহ তিন যাত্রি নিহত হয়।
এ ঘটনায় প্রায় আধঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করে এবং নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ