খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে আগামী ৩ নভেম্বর শুরু হতে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচ উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্য্য বর্ধন ও অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম জোরদার করেছে। এ সকল কার্যক্রমের অংশ হিসেবে নগরীর যত্র-তত্র দৃশ্যমান অননুমোদিত প্যানা/বিলবোর্ড/ব্যানার/ফেস্টুন ইত্যাদি অপসারণ করা হচ্ছে।
কার্যক্রম পরিচালনাকালে নগরীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমাজকর্মীদের বক্তব্য সম্বলিত প্যানা/বিলবোর্ড/ব্যানার/ফেস্টুন পরিলক্ষিত হচ্ছে যা সৌন্দর্য্য হানীকর। মহানগরীর সৌন্দর্য্য বর্ধন ও আন্তর্জাতিক পরিমন্ডলে খুলনা মহানগরীর ভাবমূর্তি রক্ষার্থে আগামী ২৫ অক্টোবর ২০১৪ তারিখের মধ্যে উল্লিখিত প্যানা/বিলবোর্ড/ব্যানার/ফেস্টুন নিজ নিজ দায়িত্বে অপসারণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর থেকে শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে টেস্ট ক্রিকেট ম্যাচ শুরু হবে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ