পরিবর্তন-খুলনা কেসিসি’র ৭ নম্বর ওয়ার্ডে কেপিসিএল’র সিএসআর প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় উত্তর কাশিপুর সরকারী প্রথমিক বিদ্যালয় ও মোহাম্মাদিয়া ফেরদাউসিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতমিখানা’র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে গতকাল বৃত্তিপ্রদান করা হয়।
বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীদের স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রমের সাথে যুক্ত করে তাদের প্রাপ্ত বৃত্তির অর্থ ব্যাংকে জমা দিয়ে চেক বই ও জমা বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেপিসিএল’র এ্যাসেট ম্যানেজার এএমএম আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেসিসি ৩ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর রাহিমা আক্তার হেনা, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শেখ সেলিম আহম্মেদ, উত্তরা ব্যাংক খালিশপুর শাখার ব্যাবস্থাপক সঞ্জয় কুমার চক্রবর্তী, পরিবর্তন-খুলনা’র নির্বাহী পরিচালক এম নাজমুল আজম ডেভিড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর কাশিপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ মোর্শারফ হোসেন। এছাড়াও স্কুল-মাদ্রসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিবাবকবৃন্দ ও স্থানীয় সমাজিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ