জীববৈচিত্র্য, পরিবেশ সংরক্ষণ ওজলবায়ু পরিবর্তন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্লাইমেট-রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস্ এন্ড লাইভলিহুডস্ (ক্রেল) প্রকল্পের উদ্যোগে আজ সকালে “জীববৈচিত্র্য, পরিবেশ সংরক্ষণ ওজলবায়ু পরিবর্তন” বিষয়ক এক মতবিনিময় সভা স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনায় কর্মরত সকল মাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

ক্রেল মূলত বাংলাদেশের কিছু নির্বাচিত সংরক্ষিত এলাকায় সহ-ব্যবস্থাপনার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও সংশ্লিষ্ট জনগোষ্ঠির জলবায়ুর প্রভাব সহিষ্ণুতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে, যার মধ্যে অন্যতম হ’ল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন।

অনুষ্ঠানে পরিবেশ সাংবাদিকতায় রিপোর্টিং এবং এর সমস্যা ও উত্তরণ বিষয়ে বিশদ আলোচনা করেন বিভাগীয় প্রধান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডঃ প্রদীপ কুমার পান্ডে। এ সময় সাংবাদিকগণ জলবায়ু পরিবর্তন, পরিবেশে মনুষ্য সৃষ্ট বিপর্যয় ও পরিবেশ রিপোর্টিং’র বিভিন্ন দিক নিয়ে স্বতস্ফুর্ত আলোচনায় অংশনেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রেল’র কম্যুনিকেশন বিশেষজ্ঞ ওবায়দুল তানভীর এবং জিনাত-আরা-আফরোজ প্রমূখ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *