তথ্য প্রযুক্তির সঠিক জ্ঞান আমাদের যুব সমাজের বেকারত্বের অভিশাপ দূর করে সমগ্র জাতির অর্থনৈতিক মুক্তি আনতে সক্ষম। তথ্য প্রযুক্তির জ্ঞান আগামী দিনে আনবে অর্থনৈতিক বিপ্লব। ‘আউট সোর্সিং সম্ভাবনা এবং আমাদের করণীয়’ প্রতিপাদ্যের উপর এক সেমিনারে এ সকল কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মুহাম্মদ আলমগীর।
বেসরকারী সংস্থা পরিবর্তন-খুলনা ও খুলনা পাওয়ার কোম্পানী লিঃ (কেপিসিএল)’র উদ্যোগে এবং ‘ক্রিয়েটিভ আইটি লিঃ’ ঢাকা’র পরিচালনায় খুলনা বিভাগীয় যাদুঘরে আজ দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন পরিবর্তন’র সভাপতি এ্যাডঃ আব্দুল্লাহ হোসেন বাচ্চু।
সেমিনারে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির সঠিক অনুশিলন আগামীদিনের বাংলাদেশে আনবে অর্থনৈতিক বিপ্লব যা প্রশিক্ষিত যুব সম্প্রদায়কে বেকারত্ব ও চাকুরিজীবী থেকে চাকুরীদাতায় পরিণত করবে।
বক্তারা বলেন, তথ্য প্রযুক্তি আগামীদিনের অর্থনৈতিক সম্ভাবনার অপার সুযোগ তৈরী করবে ঠিকই কিন্তু তার জন্য সঠিক প্রযত্ন, পরিশ্রম, অধ্যাবসায় আর মান সম্পন্ন প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরী, অন্যথায় কাঙ্খিত ফললাভ আদৌ সম্ভব হবে না।
বক্তারা আরও বলেন, তথ্য প্রযুক্তির জ্ঞানার্জনে মান সম্পন্ন প্রশিক্ষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় যা শুধু একটি মান সম্পন্ন প্রতিষ্ঠানই নিশ্চিৎ করতে সক্ষম। আর এ ক্ষেত্রে বাংলাদেশে এখনও মান সম্পন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের যথেষ্ট অভাব পরিলক্ষিত হচ্ছে। এ ক্ষেত্রে খুলনাবাসির জন্য একটি নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, আর তা হ’ল দেশের স্বনামধন্য ও যোগ্যতম তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান “ ক্রিয়েটিভ আইটি লিঃ” আজ থেকে খুলনায় তাদের কার্যক্রম শুরু করেছে, যার মাধ্যমে এ অঞ্চলের মানুষ উন্নতমানের তথ্য প্রযুক্তি প্রশিক্ষণের সুযোগ গ্রহণে সক্ষম হবে, এবং যা হবে তাদের অর্থনৈতিক মুক্তির সোপান।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন’র প্রধান, প্রফেসর ডঃ কামরুল হাসান তালুকদার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র আই.আই.সি.টি. পরিচালক, প্রফেসর ডঃ বাসুদেব চন্দ্র ঘোষ, প্লান্ট ম্যানেজার, কেপিসিএল, শ্রীনাথ আচার্য, ক্রিয়েটিভ আইটি লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক উৎপল কুমার সরকার এবং চেয়ারম্যান মোঃ মনির হোসেন, নির্বাহী পরিচালক, পরিবর্তন-খুলনা, এম. নাজমুল আজম ডেভিড, এবং হেড অব বিজনেস, ক্রিয়েটিভ আইটি লিঃ, তানভীর তমাল প্রমূখ।








সর্বশেষ মন্তব্যসমূহ