‘পুড়ছে মানুষ, জ্বলছে দেশ, জেগে ওঠো বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী হরতাল ও অবরোধের নামে বোমা হামলা এবং সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আজ শনিবার সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে গঠিত ‘নাশকতার বিরুদ্ধে জনতার ঐক্য’ নগরীর পিকাচার প্যালেস মোড় থেকে শিববাড়ি মোড় ও বাংলাদেশ ব্যাঙ্ক মোড় পর্যন্ত এই বিশাল মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।
খুলনার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুলসংখ্যক নারী পুরুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।
কর্মসূচি চলাকালে নাশকতার বিরুদ্ধে জনতার ঐক্যের আহ্বায়ক ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনা বিাভাগীয় প্রেস ক্লাব ফেডারেশনের চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী, খুলনা নাগরিক ফোরামের চেয়ারপার্সন মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব ফেডারেশনের মহাসচিব এ কে হিরু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ বুলু, ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মফিদুল ইসলাম, সিপিবির নগর সম্পাদক মিজানুর রহমান বাবু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ মহানগর সভাপতি অমিয় সরকার গোরা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মহানগর সভাপতি শ্যামল হালদার ও জেলা শাখার সভাপতি বিজয় কুমার ঘোষ, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, এ্যাড. অলোকা নন্দা দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার আহ্বায়ক নাছিমা চৌধুরী ও জোটের দৌলতপুর শাখার সাধারণ সম্পাদক শরীফ খান, অধ্যক্ষ ড. চৌধুরী মাহবুবুল হক, খুলনা জিলা স্কুলের ছাত্র সাদমান সাকিব, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী নন্দিনী ফারিয়া আলম, সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাফিয়া, হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ইব্রাহিম, অভিভাবকদের পক্ষে রেজওয়ানা প্রধান ও মিসেস কুইন প্রমুখ।
এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়, ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা জিলা স্কুল, সরকারী করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নিরালা আদর্শ বিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স স্কুল, মডেল মাধ্যমিক বিদ্যালয়, বিজয় সমবায় সমিতি, ডুমুরিয়া, রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, সুলতানা হামিদ আলী মাধ্যমিক বিদ্যালয়, বি কে ইউনিয়ন ইনস্টিটিউশন, সুশাসনের জন্য প্রচারাভিযানে-সুপ্র, খুলনা জেলা কমিটি, সদর ডাক বাংলা দোকান মালিক সমিতি, ডিসি মার্কেট দোকান মালিক সমিতি, বাংলাদেশ হার্ডওয়্যার এন্ড মেশিনারী মার্চেন্টস এসোসিয়েশন, হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়, খুলনা নাগরিক ফোরাম, সেন্ট জোসেফ স্কুল, আওয়ামী আইনজীবী পরিষদ, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি, শহীদ সোহরাওয়ার্দ্দী উচ্চ বিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দ্দী উচ্চ বালিকা বিদ্যালয়, পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, দৌলতপুর মহসিন গার্লস স্কুল, দৌলতপুর দিবা নৈশ কলেজ, এপিসি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা পাদুকা সমিতি, লায়ন্স স্কুল, আগাখান মাধ্যমিক বিদ্যলয়, বানিয়া খামার মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়, রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বয়রা মাধ্যমিক বিদ্যালয়, সোনাপতা মাধ্যমিক বিদ্যালয়, জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়,পি ডব্লিউ ডি মাধ্যমিক বিদ্যালয়,হাজী ফয়েজ উদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়, সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দৌলতপুর কলেজ(দিবা-নৈশ), রূপসা বহুমুখী বিদ্যালয়, খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয়, উদয়ন খুলনা জিলা পুলিশ স্কুল, করনেশন মাধ্যমিক বিদ্যা নিকেতন, শিপইয়ার্ড স্কুল এন্ড কলেজ, ফাতিমা উচ্চ বিদ্যালয়, পাইনিয়র মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সবুরোছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
মানববন্ধনে বক্তারা দেশব্যাপী জ্বালাও পোড়াও এবং সন্ত্রস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মোকাবেলা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এছাড়া মানবন্ধন চলাকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার শিল্পীরা প্রতিবাদী সংগীত পরিবেশন করেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ