খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, শীতের প্রকোপ থেকে দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে হবে। মহানগরীর অসহায় একটি মানুষও যেন শীতে কষ্ট না পায় সেদিকে যথাসাধ্য লক্ষ্য রাখা হচ্ছে। কেসিসি’র পাশাপাশি তিনি ছিন্নমূল মানুষের সহযোগিতায় বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান।
সিটি মেয়র আজ শনিবার বেলা ১১টায় নগর ভবনে অন্ধ প্রতিবন্ধী সংস্থা খুলনা ডিজএবল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন।
এ সময় সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাসিম উদ্দিন, কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা সহ সংস্থার কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ