নজরুল জন্মোৎসব ২০১৫ উদযাপন উপলক্ষ্যে প্রতিযোগিতা

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ১১৬তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন খুলনার উদ্যোগে আগামী ২৩ মে শনিবার সকাল ৮ টা ৪৫ মিনিটে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে (বাংলাদেশ ব্যাংকের পাশে) ছাত্রছাত্রীদের সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 প্রতিযোগিতার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার। খুলনার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীরা যাতে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

উল্লেখ্য, বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে আগামী ২৫ মে বিকাল ৪টায় খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী পুরস্কার বিতরন করবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য নিচে দেয়া হল:

 প্রতিযোগিতার স্থান                                 তারিখ                            সময়

 উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি,খুলনা           ২৩/০৫/২০১৫ শনিবার         সকাল ৯টায়

বিষয়

১.নজরুলের কবিতা আবৃত্তি “লিচু চোর”                          ক বিভাগ (শিশু হতে ২য় শ্রেণি)

২.নজরুলের কবিতা আবৃত্তি  “চল চল চল”                      খ বিভাগ (৩য় হতে ৫ম শ্রেণি)

৩.নজরুলের কবিতা আবৃত্তি  (বিদ্রোহী কবিতার ১ম ২৫ লাইন)  ক বিভাগ (৬ষ্ঠ হতে ১০ম শ্রেণি)

৪.নজরুল সঙ্গীত (নজরুলের যেকোন গান)          ক বিভাগ (৬ষ্ঠ হতে ১০ম শ্রেণি)

৫.নজরুল সঙ্গীত (নজরুলের যেকোন গান)      গ বিভাগ (কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী)

৬.চিত্রাংকন (যেকোনো দৃশ্য)               ক বিভাগ (শিশু হতে ২য় শ্রেণি)

৭.চিত্রাংকন (নজরুলের প্রতিকৃতি)            খ বিভাগ (৩য় হতে ৫ম শ্রেণি)

 বি:দ্র:অংশগ্রহণকারী প্রতিযোগীর নাম শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/সংগঠনের মাধ্যমে আগামী ২২ মে শুক্রবার বিকাল ৪টা হতে রাত ৮টার মধ্যে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে (বাংলাদেশ ব্যাংকের পাশে) পাঠাতে হবে। প্রয়োজনে কমিটির সদস্য সচিব এম.এম.মাসুদ মাহমুদ ০১৭১২-৫৯০৯৭৮/০১৯৩৭-২২৮৩৮১ অথবা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি ০৪১-৭২৪৩৮৯ এ যোগাযোগ করা যেতে পারে।

 

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *