খুলনায় অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হয়েছেন আলী আকবর নামে এক ট্রাকচালক। আজ বুধবার রাত ৮টার দিকে নগরীর নিরালা আলকাতরা মিল মোড়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ট্রাকচালক আলী আকবর রাত ৮টার দিকে ট্রাক রেখে মাল আনলোড করছিলেন। এসময় কয়েকজন মুখোশধারী অবরোধ সমর্থনকারী ট্রাকে পেট্রোল বোমা ছোড়ে। এসময় ট্রাকে আগুন ধরে গেলে চালকের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়।
তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) সুকুমার বিশ্বাস পেট্রোলবোমা নিক্ষেপের কথা অস্বীকার করে তিনি বলেন, অবরোধকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটালে ট্রাকচালক আহত হন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ