সুন্দরবনের কয়রার নলিয়ায়ান এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ফরহাদ নামে এক বনদস্যু নিহত হয়েছে। ফরহাদ বনদস্যু ইলিয়াস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে দাবি করেছে র্যাব। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
র্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইং’র সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. মাকসুদুল আলম জানান, বনদস্যু ফরহাদ ইলিয়াস বাহিনীর সদস্য। র্যাব-৬ এর সদস্যদের সঙ্গে ইলিয়াস বাহিনীর বন্দুকযুদ্ধে ফরহাদ নিহত হয়। এ সময় দু’জন র্যাব সদস্যও আহত হন বলে জানান তিনি। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুটি এলজি ও ১৫ রাউন্ড সর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ