দ্রুত গতিতে বিকশিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বিশ্ব মন্দার বিপরিতে ৬ শতাংশের অধিক হারে প্রবৃদ্ধির এ অর্থনীতিতে দ্রুত বিকাশ ঘটছে তার শিল্পেরও। সেই সাথে ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে কারিগরি জ্ঞান সম্পন্ন শ্রম শক্তির চাহিদা। কিন্তু সরকার কারিগরি শিক্ষার উপর মৌখিক ভাবে জোর দিলেও দেশের শিক্ষা ব্যবস্থা এখনও সাধারণ (কেরানী তৈরীর শিক্ষা) শিক্ষা নির্ভর, যা মান সম্মত শিল্প বিকাশের অন্তরায়। এ অবস্থার উজ্জল ব্যাতিক্রম দেশের সর্ববৃহৎ বেসরকারী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ইউসেপ বা আনপ্রিভিলেজড্ চিলড্রেন’স এডুকেশন প্রোগ্রাম (সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা কর্মসূচী)।
সূত্রমতে, ইউসেপ বর্তমানে বাংলাদেশের সাতটি বিভাগীয় শহর এবং গাজীপুর জেলা শহরে ৫২টি সমন্বিত সাধারণ ও কারিগরি স্কুল (আইজিভি) এবং ১০টি টেকনিক্যাল স্কুলের মাধ্যমে ৩৭ হাজার কর্মজীবী ছেলে-মেয়ে কে দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলছে। এ ছাড়াও ইউসেপ অংশিদারি ভিত্তিতে ঢাকায় প্লান-বাংলাদে’র সাথে ২টি এবং সরকারের প্রাথমিক শিক্ষা কর্মসূচীর সাথে নারায়নগঞ্জের ফতুল্লায় একেটি টেকনিক্যাল স্কুল পরিচালনা করছে।
ইউসেপ খুলনা’র প্রধান কেন্দ্র ‘ইউসেপ মহসিন খুলনা টেকনিক্যাল স্কুল।’ এ কেন্দ্র থেকেও প্রতি বছর শত শত কর্মজীবী ছেলে-মেয়ে কে বিভিন্ন কারিগরি বিষয়ে দিবা এবং নৈশ বিভাগে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সূত্রমতে, ইউসেপ খুলনা কেন্দ্রে যে সকল কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয় সেগুলি হ’ল – ম্যাকানিক্যালঃ যার মধ্যে আছে অটো ম্যাকানিক্স, ওয়েল্ডার, মেশিনিষ্ট এবং মটর সাইকেল সার্ভিস ম্যকানিক্স। ইলেক্ট্রিক্যালঃ যার মধ্যে আছে ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স এবং আরএসি টেকনিশিয়ান। গার্মেন্টসঃ ইন্ডাস্ট্রিয়াল সুইং অপারেশন এবং টেইলরিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল সুইং অপারেশন।
ইউসেপ খুলনা কেন্দ্রের ভর্তিসূচী :
প্রশিক্ষণ কাল– জানুয়ারী-জুন (দিবা), ২০১৫। কোর্স- মটর সাইকেল সার্ভিস ম্যাকানিক্স। আসন সংখ্যা – মেয়ে ১০জন, ছেলে ৪০জন, মোট ৫০জন। কোর্স- ইলেক্ট্রিসিয়ান। আসন সংখ্যা – ছেলে ৪০ জন, মোট ৪০ জন। কোর্স- এসি টেকনিশিয়ান। আসন সংখ্যা – মেয়ে ১০ জন, ছেলে ৩০ জন, মোট ৪০ জন।
প্রশিক্ষণ কাল– জানুয়ারী-জুন (নৈশ), ২০১৫। কোর্স- ইলেক্ট্রিসিয়ান। আসন সংখ্যা – ছেলে ৪০ জন, মোট ৪০ জন। কোর্স- এসি টেকনিশিয়ান। আসন সংখ্যা – ছেলে ৪০ জন, মোট ৪০ জন।
প্রশিক্ষণ কাল– জুলাই-ডিসেম্বর (দিবা), ২০১৫। কোর্স- অটো ম্যাকানিক্স। আসন সংখ্যা – ছেলে ৯০ জন, মোট ৯০ জন। কোর্স- ওয়েল্ডার। আসন সংখ্যা – ছেলে ৬০ জন, মোট ৬০ জন। কোর্স- মেশিনিষ্ট। আসন সংখ্যা – মেয়ে ২০ জন, ছেলে ৪০ জন, মোট ৬০ জন। কোর্স- মটর সাইকেল সার্ভিস ম্যাকানিক্স। আসন সংখ্যা – মেয়ে ১৮ জন, ছেলে ৩০ জন, মোট ৪৮ জন। কোর্স- ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স। আসন সংখ্যা – মেয়ে ৩০ জন, ছেলে ৯০ জন, মোট ১২০ জন। কোর্স- আরএসি টেকনিশিয়ান। আসন সংখ্যা – মেয়ে ২০ জন, ছেলে ৪০ জন, মোট ৬০ জন। কোর্স- ইন্ডাস্ট্রিয়াল সুইং অপারেশন। আসন সংখ্যা – মেয়ে ২০০ জন, মোট ২০০ জন।
প্রশিক্ষণ কাল-জুলাই-ডিসেম্বর (নৈশ), ২০১৫। কোর্স- ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স। আসন সংখ্যা – ছেলে ৪০ জন, মোট ৪০ জন। কোর্স- টেকনিশিয়ান। আসন সংখ্যা – ছেলে ৪০ জন, মোট ৪০ জন।
উল্লিখিত সকল কোর্সে ভর্তির যোগ্যতা – বয়স ১৭-২৫ বছর, এবং ৮ম শ্রেণী পাশ।
এসএসসি ভোকেশনাল :
প্রশিক্ষণ কাল– জানুয়ারী-ডিসেম্বর, ২০১৫। কোর্স- জেনারেল ম্যাকানিক্স। আসন সংখ্যা – মেয়ে ১২ জন, ছেলে ১৮ জন, মোট ৩০ জন। কোর্স- জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস। আসন সংখ্যা – মেয়ে ১২ জন, ছেলে ১৮ জন, মোট ৩০ জন।
উল্লিখিত কোর্সে ভর্তির যোগ্যতা – এসএসসি পাশ।
ইউসেপ প্রদত্ত সুবিধা সমূহ : বিনা খরচে প্রশিক্ষণ। বিনা ভাড়ায় বাসে যাতায়াত। বিনামূল্যে সকল প্রশিক্ষণকাঁচামাল ও আংশিক শিক্ষা উপকরণ প্রদান। কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা।শিক্ষা ভ্রমণ ও ভাতা সহ ইন্ডাষ্ট্রিয়াল এটাচমেন্টের ব্যবস্থা।
by
সর্বশেষ মন্তব্যসমূহ