আগামীকাল ২৮ এপ্রি, মঙ্গলবার, জাতীয় আইনগত সহায়তা দিবস (লিগ্যাল এইড)। “সরকারি আইনি সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার, বিকল্প বিরোধ নিষ্পত্তি সংযুক্ত হলো এবার” এই শ্লোগান নিয়ে খুলনায় নানা আয়োজনে দিবসটি পালিত হবে।
মঙ্গলবার সকাল সাড়ে আটটায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা জজ আদালতে এসে শেষ হবে। জেলা জজ আদালত প্রাঙ্গণে সকাল নয়টা হতে বিকাল সাড়ে চারটা পর্যন্ত লিগ্যাল এইড মেলা ও রক্তদান কর্মসূচি এবং বিকাল সাড়ে চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে, এ তথ্য জানিয়েছেন খুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী ।
প্রসঙ্গত, বাংলাদেশ সরকার গরীব ও অসহায় জনগণের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করছে। দেওয়ানি, ফৌজদারি ও পারিবারিক মামলায় এই সহায়তা দেওয়া হয়। আপোষযোগ্য বিষয়ে মামলা বা বিরোধের ক্ষেত্রে মিমাংসারও উদ্যোগ গ্রহণ করা হয়। এলক্ষে জেলা জজ আদালত ভবনে জেলা লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে যার হটলাইন নম্বর ০১৭৬১-২২২ ২২২-৪।
by
সর্বশেষ মন্তব্যসমূহ