সমন্বিত শিশু কেন্দ্রিক জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় আজ খুলনা প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে এক সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অস্ট্রেলীয় সরকারের ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড’র অর্থায়নে এ প্রকল্প পরিচালিত হচ্ছে। সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় ‘প্রদীপন’ এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তাগণ এ প্রকল্পের আওতা বাড়ানো এবং শিশুদের সেবা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা পরিবেশ রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সেভ দ্য চিলড্রেনস’র প্রজেক্ট অফিসার ফরহাদ হোসেন। স্বাগত বক্তৃতা করেন প্রদীপন’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ বজলুর রহমান। পওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে ধারণা দেন প্রদীপনের প্রকল্প সমন্বয়ক আবদুল্লাহ সাঈদ। সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ