সরকারের উন্নয়ন কর্মসূচিতে গণমাধ্যমকে সম্পৃক্ত করতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় ৪জুন খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা তথ্য অফিস আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল।
প্রধান অতিথি খুলনার বেশকিছু উন্নয়ন কর্মসূচি তুলে ধরে বলেন, গণমাধ্যম এবং প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা খুলনা জেলাকে অনেক দূর এগিয়ে নেবে। তিনি চলমান যে সকল উন্নয়ন কর্মসূচির উল্লেখ করেন তারমধ্যে রূপসা নদীতে রেলসেতু নির্মাণসহ খুলনা-মংলা রেললাইন, বিমানবন্দর, নভোথিয়েটার, লবণচরা ও গল্লামারীতে দু’টি সরকারি স্কুল প্রতিষ্ঠা, আধুনিক রেলস্টেশন, হাইটেক পার্ক, শিল্পকলা একাডেমী ভবন, খুলনা জেলা স্টেডিয়াম নির্মাণ, নগরীর জয়বাংলা মোড়ে কেডিএ হাউজিং ও ফুলতলা হাউজিং, খুলনা শিপইয়ার্ড সড়ক, ডুমুরিয়ায় প্রাণিসম্পদ কলেজ নির্মাণ উল্লেখযোগ্য।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মোঃ বশীর উদ্দিন। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ম. জাভেদ ইকবাল স্বাগত বক্তব্যে সরকারের উন্নয়ন কর্মকান্ড মিডিয়াতে তুলে ধরা, সরকারের গঠনমূলক এবং নিরপেক্ষ সমালোচনাকে উৎসাহিত করার বিষয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতা উসকে দেয় এরূপ সংবাদ পরিবেশন হতে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। কারণ এ ধরণের সংবাদ বিশ্ব দরবারে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম দেয়।
এ সময় বক্তৃতা করেন আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, বিটিভি’র প্রতিনিধি ও খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, বাসস’র স্টাফ রিপোর্টার এস এম জাহিদ হোসেন, কালের কন্ঠের গৌরাঙ্গ নন্দী প্রমুখ।
সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেন খুলনার তথ্য মন্ত্রণালয়ের অধীন অফিসগুলো আরও দায়িত্বশীলতার সাথে তাদের কাজ পরিচালনা করলে গণমাধ্যম ও জনগণ উপকৃত হবে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ