সুন্দরবনের শরণখোলা রেঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু দল জামাল বাহিনীর প্রধান মোঃ জামাল (৩৪) নিহত হয়েছে। সোমবার ভোরে শরণখোলার কাতলার খাল এলাকায় এ ঘটনা ঘটে, দাবি র্যাবের।
র্যাব-৮ এর আলোরকোল ক্যাম্পের উপ অধিনায়ক আদনান কবির জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি কাটা রাইফেল, সাতটি বন্দুক, দুটি এয়ারগান, আটটি ধারালো অস্ত্র ও বিভিন্ন ধরনের ১০০টি গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, ‘‘সুন্দরবন পূর্ব বিভাগের শরনখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় বনদস্যুদের জড়ো হওয়ার খবর পেয়ে ভোর পাঁচটার পর সেখানে অভিযান চালানো হয়। দস্যুরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে আত্মরক্ষার জন্য বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়। প্রায় আধঘণ্টা গোলাগুলির পর দস্যুরা পালিয়ে গেলে সেখানে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে জামাল বাহিনীর প্রধান জামাল হিসেবে সনাক্ত করে।’’
by
সর্বশেষ মন্তব্যসমূহ