শিশু ফোরাম-ওয়ার্ল্ড ভিশন, খুলনাঞ্চলের উদ্যেগে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিৎকরণের দাবিতে আজ সকালে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিশু ফোরাম’র সদস্যগণ।
তারা জানান, বর্তমান বছরে শেষ হতে চলেছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য মাত্রায় যে সকল বিষয়ে অর্জন আশানুরূপ হয় নি, সে সকল সহ নতুন ১৭টি লক্ষ্যমাত্রা আগামী ১৫ বছরের জন্য নির্ধারিত হতে যাচ্ছে, যার নাম দেওয়া হয়েছে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা।
তাদের দাবি, এ সকল লক্ষ্যমাত্রা অর্জিত হলে মানুষ দারিদ্র ও ক্ষুধা থেকে মুক্তি পাবে, স্বাস্থ্য সম্মত জীবন মান এবং গুনগত শিক্ষা নিশ্চিৎ হবে, লিঙ্গ সমতা প্রতিষ্ঠিত হবে, মানুষের অর্থনৈতিক বৈসম্য দূর হবে এবং শান্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে।
স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা যাতে নিশ্চিৎ করা সম্ভব হয় সে জন্য তারা বিশ্ব নেতৃবৃন্দের প্রতি বৈসম্যের শিকার কোটি কোট মানুষের পক্ষ থেকে উদাত্ব আহ্বান জানান।
by
সর্বশেষ মন্তব্যসমূহ