খুলনা প্রেস ক্লাবে বোমা হামলা, সিসি ক্যামেরায় বোমাবাজদের ছবি ধৃত

চলমান বোমা হামলার শিকার খুলনা প্রেস ক্লাব। বোমা হামলার প্রতিবাদে সাংবাদিকরা আজ বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাব চত্ত্বরে এক প্রতিবাদি সমাবেশের আয়োজন করে।

গতকাল রাত সাড়ে ৮ টার সময় সন্ত্রাসী বোমাবাজরা খুলনা প্রেস ক্লাবে বোমা হামলা করে। এ সময় বোমাবাজরা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জের দেওয়ালে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার স্পিলিন্টারের আঘাতে উল্টোদিকের প্রেস ক্লাব আইটি সেন্টারের কাচের জানালা ভেঙে যায়। এ ঘটনায় খুলনা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সুবির রায় বাদি হয়ে খুলনা সদর থানায় একটি মামলা করেন, যার নম্বর ১৯।

আজকের প্রতিবাদি সমাবেশে দোষিদের দ্রুত গ্রেপ্তার ও প্রেস ক্লাবের নিরাপত্তা জোরদারে দাবি জানিয়ে বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি মকবুর হোসেন মিন্টু, ওয়াদুদুর রহমান পান্না, এ কে হিরু, সরোজ নুন, আবু হাসান, ফারুক আহম্মেদ, গৌরাঙ্গ নন্দি, জাহিদ হোসেন, রিয়াজ অহম্মেদ, কৌসিক দে, সাহেব আলী, ফরিদ আহম্মেদ, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সুবির রায়, মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ূম প্রমূখ।

সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সকল কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিকগণ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবী জানান এবং আসামীদের ধরতে ভিডিও ফুটেজের সাহায্য গ্রহণ করতে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়।

ভিদিও ফুটেজে দুই ব্যক্তিকে দেখা যাচ্ছে

ভিডিও ফুটেজে দুই বোমাবাজকে দেখা যাচ্ছে

উল্লেখ্য, বোমাবাজরা বোমা মেরে নির্বিঘ্নে পালিয়ে গেলেও প্রেস ক্লাবের সিসি ক্যামেরায় তাদের ছবি, বোমা মারার দৃশ্য ধরা পড়ে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *