খুলনা শহীদ হাদিস পার্কে ফ্রি ওয়াই ফাই জোন উদ্বোধন

খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় অগতকাল বিকেলে শহীদ হাদিস পার্কে ফ্রি ওয়াই ফাই জোন’র উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাস।

উদ্বোধনকালে মেয়র বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নাগরিক সুবিধা প্রদানে সিটি কর্পোরে এ ফ্রি ওয়াই ফাই জোন চালু করছে। একই সাথে নগরবাসীর মর্যাদা ও সম্মান সংরক্ষণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে টিভি স্ক্রিন স্থাপনসহ শহরকে ডিজিটালাইজড করার আরও কিছু পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি বাসযোগ্য নান্দনিক নগরী রেখে যেতে চাই। তিনি পর্যায়ক্রমে নগরীর ওয়ার্ড কাউন্সিলর অফিস, শিববাড়ীরমোড়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ওয়াই ফাই প্রদান করা হবে।

সিটি কর্পোরেশনের আইসিটি স্থায়ী কমিটির সভাপতি ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহবুব কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ এবং রুমা খাতুন। পরে প্রধান অতিথি ল্যাপটপের মাধ্যমে ফ্রি ওয়াই ফাই জোন উদ্বোধন করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *