গত ২৮ ফেব্রুয়ারী তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. আব্দুলাহ আল মামুন কর্তব্যরত অবস্থায় স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থি ওহিদুজ্জামান এবং তার ভাই সহ কিছু বহিরাগত সন্ত্রাসী কর্তৃক লাঞ্ছিত হন । এ ঘটনার প্রতিবাদে বিএমএ খুলনা শাখা শহীদ ডা. মিলন চত্ত্বরে আজ এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা ডা. আব্দুলা হেল মামুনের উপর হামলা কারীদের গ্রেফতারের জোর দাবী জানান। সমাবেশ থেকে ঘোষণা করা হয় যে, সংশ্লিষ্ট আসামীদের গ্রেপ্তার করা না হলে আজ বৃহস্পতিবার খুলনা জেলায় প্রাইভেট প্রাক্টিস সহ সকল সরকারী বেসরকারী হাসপাতালে চিকিৎসা বন্ধ থাকবে। শুধুমাত্র মুমূর্র্ষ রুগিদের চিকিৎসা দেওয়া হবে।
বিএমএ খুলনা শাখা’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম’র সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সহ-সভাপবি ডাঃ গাজী মিজানুর রহমান, সহ-সভাপতি ডাঃ ধীরাজ মোহন বিশ্বাস, ডাঃ মোল্লা হারুন-অর-রশিদ, খুলনার সিভিল সার্জন ডাঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, যুগ্ম-সম্পাদক ডাঃ বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ মামুনর রশিদ, ডাঃ সওকাত আলী লস্কর, ডাঃ মোমেনা খাতুন প্রমূখ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ