ভেজাল বিরোধী অভিযানে ডুমুরিয়ায় বিভিন্ন অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ ডুমুরিয়া উপজেলার শাহাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নোংরা পরিবেশে পণ্য উৎপাদন করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, ওজনে কারচুপি করা, সর্বোচ্চ খুচরো বিক্রয়মূল্য প্রকাশ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র ৩৭, ৪৩ ও ৫১ ধারা অনুযায়ী শেখ মেডিকেলকে তিন হাজার টাকা, নাহার ফার্মেসীকে তিন হাজার টাকা, মায়ের দোয়া বেকারীকে চার হাজার টাকা, বিসমিল্লাহ বেকারীকে তিন হাজার টাকা এবং পরিতোষের মিষ্টির দোকানকে পাঁচ শ’ টাকা সহ মোট ১৩ হাজার পাঁচ শ’ টাকা জরিমানা করা হয়।
এই অর্থ তাৎক্ষণিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলির নিকট থেকে আদায় করা হয়। অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম’র নেতৃত্বে অভিযানে সহয়তা করে পুলিশ ও জেলা কনজ্যুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র প্রতিনিধি মোস্তাহিদুর রহমান বাবু।
![Share on Facebook facebook](http://www.sundarbansamachar.com/wp-content/plugins/social-media-feather/synved-social/image/social/regular/96x96/facebook.png)
![Share on Twitter twitter](http://www.sundarbansamachar.com/wp-content/plugins/social-media-feather/synved-social/image/social/regular/96x96/twitter.png)
![Share on Google+ google_plus](http://www.sundarbansamachar.com/wp-content/plugins/social-media-feather/synved-social/image/social/regular/96x96/google_plus.png)
![Share on Reddit reddit](http://www.sundarbansamachar.com/wp-content/plugins/social-media-feather/synved-social/image/social/regular/96x96/reddit.png)
![Pin it with Pinterest pinterest](http://www.sundarbansamachar.com/wp-content/plugins/social-media-feather/synved-social/image/social/regular/96x96/pinterest.png)
![Share on Linkedin linkedin](http://www.sundarbansamachar.com/wp-content/plugins/social-media-feather/synved-social/image/social/regular/96x96/linkedin.png)
![Share by email mail](http://www.sundarbansamachar.com/wp-content/plugins/social-media-feather/synved-social/image/social/regular/96x96/mail.png)
![feather](http://www.sundarbansamachar.com/wp-content/plugins/social-media-feather/synved-social/image/icon.png)
সর্বশেষ মন্তব্যসমূহ