খুলনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সভা ও র্যা লি অনুষ্ঠিত

আগস্ট ১ থেকে ৭ আগস্ট সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৭। খুলনায় এ উপলক্ষে সিভিল সার্জন অফিসের উদ্যোগে আজ সকালে জেনারেল হাসপাতাল সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডাঃ এ এস এম আব্দুর রাজ্জাক। মাতৃদুগ্ধ সপ্তাহের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘মাতৃদুগ্ধপান টেকসই করতে – আসুন ঐক্যবদ্ধ হই।’

সিভিল সার্জন বলেন, মানব শিশুর জন্য মায়ের দুধের কোন বিকল্প নেই। শিশু জন্মের পর থেকে ছয় মাস পর্যšত শুধুমাত্র মাতৃদুগ্ধপান করতে হবে। মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সচেতন করতে হবে। তিনি জানান খুলনায় মাতৃদুগ্ধ সপ্তাহ সফল করতে খুলনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ব্রেস্টফিডিং কর্ণার সহ সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে। একাজে সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এগিয়ে আসার আহবান জানান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মাহবুবার রহমান, ওয়াল্ড ভিশনের প্রতিনিধি ডাঃ শঙ্কর কুমার শাহ, সিএনআরএস’র প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম ও নাসিং সুপারভাইজার নিলুফা ইয়াছমিন। স্বাগত বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আতিয়ার রহমান শেখ। মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ শরাফাত হোসেন।

এর আগে খুলনা সিভিল সার্জন কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেনারেল হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *