বটিয়াঘাটায় কৃষক মাঠ দিবস পালন ৯৪ প্রজাতির স্থানীয় আমন ধান উপস্থাপন

কৃষকের অংশগ্রহণে এলাকা উপযোগী আমন ধানের জাত নির্বাচনে বটিয়াঘাটার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো কৃষক মাঠ দিবস ২০১৭।

মিজরিওর-জার্মানীর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ-খড়ঈঙঝ এর আয়োজনে ৭ ডিসেম্বর গঙ্গারামপুর স্টার ইউনিট ক্লাব মাঠে কৃষক মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবায়েত আরা।

আমন ধানের জাত নির্বাচন, সংরক্ষণ ও সম্প্রসারণে ৯৪ প্রজাতির স্থানীয় প্রজাতির ধানের পিভিএস প্লট অংশগ্রহণকারীরা পরিদর্শন করে র‌্যাংকিং এর মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জাত নির্বাচন করেন। পরিদর্শনকালে ব্রীডার কৃষক আরুনী সরকার তার উদ্ভাবিত ১০ প্রজাতির এফ-৮ পর্যায়ের ধানের বর্তমান অবস্থান সম্পর্কে ধারণা প্রদান করেন। স্থানীয় ধান বীজ বিতরণের মাধ্যমে সংরক্ষিত ৯৪ প্রজাতির ধান সম্প্রসারণে ভূমিকা রাখায় স্থানীয় কৃষক ও অতিথিরা লোকজ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্বপন কুমার ফৌজদারের সভাপতিত্বে এবং লোকজ এর ফিল্ড ফ্যাসিলিটেটর মিলন কান্তি মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ হাদি-উজ-জামান হাদী ও ইউপি সদস্য নীহাররঞ্জন সরকার, গঙ্গারামপুর কৃষক সংগঠনের সদস্য নিকুঞ্জ বিহারী সরকার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লোকজ এর নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক রবীন্দ্রনাথ মন্ডল, জগন্নাথ মন্ডল, বাসুদেব মন্ডল, সন্দ্বীপ বিশ^াস, ত্রিপলী মন্ডল, আরুণী সরকার, বিউটি বিশ^াস, অনিতা মহালদার, গায়িত্রী বাছাড়। সভায় গঙ্গারামপুর ও বটিয়াঘাটা ইউনিয়নের ২০টি কৃষক সংগঠনের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *