চুকনগর স্মৃতিসৌধে শহিদ বুদ্ধিজীবীদের সন্তানদের নিয়ে শ্রদ্ধানিবেদন

চুকনগর স্মৃতিসৌধে শহিদ বুদ্ধিজীবীদের সন্তানদের নিয়ে শ্রদ্ধানিবেদন করেছে নির্মূল কমিটি ও আর্কাইভে।

 ২০মে সকাল সাড়ে ৮টায় চুকনগর স্মৃতিসৌধে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনাজেলা ও ১৯৭১: গণহত্যা- নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের উদ্যোগে চুকনগর স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর সন্তান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. নুজহাত চৌধুরী, শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সন্তান আসিফ চৌধুরী, শহিদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সন্তান তৌহিদ রেজা নূর , শহিদ বুদ্দিজীবী সাংবাদিক সেলিনা পারভীনের সন্তান মো: সুমন জাহিদ।এ সময় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি ডা.শেখ বাহারুল আলম, ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন উপস্থিত ছিলেন।

 শহিদবেদীতে একমিনিট নিরবতার পর শহিদ বুদ্ধিজীবীদের সন্তানরা ২০মে ঘটে যাওয়া ঘটনার প্রত্যক্ষদর্শী এরশাদ আলী ও সুন্দরীর মুখ থেকে সেদিনের ঘটনা শোনেন।  পরে শহিদ বুদ্ধিজীবীদের সন্তানরা খুলনা বিশবিদ্যালয়ে শহিদ স্মৃতি বৃক্ষরোপণ কর্মসূচি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গড়ে উঠা শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেডিকেল সেন্টার দেখতে যান।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *