ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা বিষয়ে এ্যাডভোকেসি সভা

খুলনায় আগামী ১ হতে ৭ অক্টোবর পর্যন্ত পালন করা হবে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। এ উপলক্ষে আজ  (সোমবার) সকালে নগরীর সামছুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিকে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বিষয়ে জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, সরকার সকল শিশুর স্বাস্থ্যের উন্নয়নে ব্যাপক কার্যক্রম গ্রহণ করছে। দেশে শিশুমৃত্যুহার অনেকাংশে কমে গেছে। কৃমি শিশুর মেধা বিকাশে ক্ষতিগ্রস্ত করে এবং শিশু মারাত্মক অপুষ্টিতে ভোগে। তাই ৫ হতে ১৬ বছরের সকল শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে। এজন্য অভিভাবক এবং স্কুলের শিক্ষকদের বেশি সচেতন থাকতে হবে। নির্ধারিত দিনগুলোতে যাতে সকল শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত থাকে সেজন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহবান জানান।

খুলনার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আতিয়ার রহমান শেখ সভাপতিত্বে সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলে জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমীন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (শিশু) ডাঃ মোঃ শরাফত হোসাইন।

সভায় খুলনা জেলার নয়টি উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পা অফিসার, বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক অংশগ্রহণ করেন। স্বাস্থ্য অধিদফতরের ফাইলোরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম’র সহযোগিতায় খুলনা সিভিল সার্জন অফিস এ সভার আয়োজন করে।

সপ্তাহব্যাপী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সমপর্যায়ের মাদ্রাসা, মক্তব ও এতিমখানাসমূহে ৫-১৬ বছরের সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত, ঝরেপড়া, পথশিশু ও শ্রমজীবী শিশুদের বিনামূল্যে কৃমি নাশক ট্যাবলেট (মেবেনন্ডাজল ৫০০ মি.গ্রাম) খাওয়ানো হবে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *