খুবিতে ওয়ার্ল্ড ফার্মাস্টিস ডে ২০১৮ উদযাপিত

মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ফার্মেসী ডিসিপ্লিনের উদোগে ‘ওয়ার্ল্ড ফার্মাস্টিস ডে-২০১৮’উদযাপিত হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আশীষ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন ফার্মাসী শিক্ষার কারণে চিকিৎসা ব্যবস্থায় অনেক অগ্রগতি হয়েছে। ঔষধ তৈরির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এসেছে। কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাজারে ভেজাল ঔষুধও আছে। এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির।

তিনি ফার্মাস্টিসদের নীতি নৈতিকতার উপর জোর দেন এবং এ দিবসের প্রধান প্রতিবাদ্য হোক মানুষের জন্য উপকৃত চিকিৎসা ও উপযুক্ত ওষুধ বলে উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ও জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক। এছাড়া আরও বক্তব্য রাখেন আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ২য় বর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা ও মাস্টার্সের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ আল মামুন।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. সমীর কুমার সাধু। এ সময় অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে ফার্মেসি ডিসিপ্লিনের উদ্যোগে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে হাদী চত্বর, কটক, লাইব্রেরি, অদম্য বাংলা হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনে সামনে দিয়ে হাদী চত্বরে গিয়ে শেষ হয়।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *