খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে এবছর ১৯২ টি পূজা মন্ডপ

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে এবছর ১৯২ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আজ সোমবার দুপুরে ডুমুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ইতোমধ্যে সরকার শারদীয় দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বর্তমান সরকার ধর্ম নিরোপেক্ষতায় বিশ্বাসী। ধর্ম যার যার উৎসব সবার। এ সরকারের আমলেই ধর্মীয় আচার অনুষ্ঠান সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে পালন করছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য  হাজার বছরের। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সার্বজননী উৎসবে পরিণত হয়। আইনশৃঙ্খলার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পূজার সময়ে কেউ যেন আইনশৃঙ্খলার বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেদিকে বেশি নজর দেয়ার পরামর্শ দেন। বিঘ্ন সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না। যারা  সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চায় তারা রাষ্ট্র ও সমাজের শত্রু। এদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে যাতে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন থানা ভারপ্রাপ্ত অফিসার-ইন-চার্জ মোঃ হাবিল হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আশরাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার, জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ, শোভা রানী হালদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক গৌর চন্দ্র ঢালী, ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। স্বাগত জানান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *