খুলনায় নিরাপদ সড়ক বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত

নিরাপদ সড়ক বাস্তবায়নে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে মটরযান অধ্যাদেশ,১৯৮৩ ’র আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলার খুলনা-মোংলা মহাসড়কের কুদির বটতলা, জিরো পয়েন্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্পটে ভ্রাম্যমাণ আদালত বসে।

ভ্রাম্যমান আদালতে  ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, ফিটনেসবিহীন ও রুট পারমিট ছাড়া গাড়ি চালানো, হেলমেট ব্যবহার না করাসহ সংশ্লিষ্ঠ আইনের বিভিন্ন ধারায় ৪৮টি মামলা দায়ের মাধ্যমে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, মো. ইমরান খান ও মো. রাশেদুল ইসলাম’র নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসময় খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন উল আহসান, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ এবং খুলনা বিআরটিএ’র উপপরিচালক মো. জিয়াউর রহমানসহ জেলা পুলিশের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে জরিমানার পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়। এ ধরণের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যহত থাকবে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *