খুলনায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

‘জলাতঙ্ক : অপরকে জানান জীবন বাচাঁন’। এই প্রতিপাদ্য নিয়ে আজ (শনিবার) সারাদেশের মতো  খুলনায়ও পালিত হয় বিশ্ব জলাতঙ্ক দিবস-২০১৮। এ উপলক্ষে সকালে খুলনা জেনারেল হাসপাতাল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা সিভিল সার্জন অফিস ও জেনারেল হাসপাতাল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট (মেডিসিন) ডাঃ উৎপল কুমার চন্দ। সভায় জানানো হয়, বছরে পৃথিবীতে প্রায় ৫৫ থেকে ৬০ হাজার মানুষ জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যায়। জলাতঙ্ক মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়। এছাড়া বিড়াল, শিয়াল, বেজী, বানরের কামড় বা আচঁড়ের মাধ্যমেও এ রোগ হতে পারে। বাংলাদেশে প্রতি বছর প্রায় তিন থেকে চার লাখ মানুষ কুকুর, বিড়াল, শিয়ালের কামড় বা আচঁড়ের শিকার হয়ে থাকে, যার মধ্যে বেশির ভাগই শিশু। এছাড়া প্রায় ২৫ হাজার গবাদি পশু এর শিকার হয়ে থাকে। এর আক্রমনের সাথে সাথে টিকা দিতে হবে। ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

এর আগে জেলারেল হাসপাতাল চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেনারেল হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়ে আসছে। এবছর ২৯ সেপ্টেম্বর সারাদেশে একসাথে পালন করা হয়। পৃথিবীর ১২টি দেশের মধ্যে বাংলাদেশ ২০০৭ সালে প্রথম বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করে। জাতীয় পর্যায়ে, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে এবং বাংলাদেশের এক লাখ ১০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে একসাথে দিবসটি পালন করা হয়।

সভার প্রধান অতিথি ছিলেন খুলনার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আতিয়ার রহমান শেখ । বিশেষ অতিথি ছিলেন কেসিসির স্বাস্থ্য অফিসার ডাঃ স্বপন কুমার হালদার। সভাপতিত্ব করেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহাবুবুর রহমান। সভা পরিচালনা করেন স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। এসময় চিকিৎসক ও নার্সগণ উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *