খুলনা নিউজপ্রিন্ট মিল বধ্যভূমিতে নির্মিত স্মৃুতিফলক উন্মোচন

আজ ৩ জানুয়ারী খুলনার নিউজপ্রিন্ট মিল প্রাঙ্গণের বধ্যভূমিতে নির্মিত স্মৃতিফলক উন্মোচন করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে স্মৃতিফলকটি নির্মাণ করে ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট কর্তৃক পরিচালিত গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র। ফলক উন্মোচন করেন ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট এর সাধারণ সম্পাদক ডা. শেখ বাহারুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন জামান খান এবং অন্যান্যরা।

১৯৭১ সালে খুলনা নিউজপ্রিন্ট মিলের ব্যারাক ছিল খুলনার শহরের একটি বড় নির্যাতন কেন্দ্র। এখানে অগণিত, অসংখ্য বাঙালীকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। তাঁদের লাশ মিল প্রাঙ্গণে পুঁতে ফেলা হয়। উল্লেখ্য, ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট দেশের বিভিন্ন স্থানে গণহত্যার স্থান ও বধ্যভূমিগুলোতে স্মৃতিফলক নির্মাণ করে আসছে। এপর্যন্ত প্রায় ১৯টি চিহ্নিত বধ্যভূমি ও নির্যাতন কেন্দ্রে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *