জাফর ইকবালের উপর বর্বরোচিত হামলায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর ৩ মার্চ ২০১৮ যে কাপুরুষোচিত বর্বর হামলা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তার জোরালো প্রতিবাদ জানাচ্ছে এবং যথাশীঘ্র উপযুক্ত বিচার দাবি করছে।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের উপর হামলা ও হত্যার ইতিহাস নতুন নয়। দীর্ঘকাল থেকে একদল স্বার্থান্বেষী ধর্মান্ধ মানুষরূপী পশু মানবিকতার বিরুদ্ধে রক্তের হোলি খেলছে। অন্ধকারের এই প্রেতাত্মারা প্রগতিশীলতা তথা মানবিকতার আলোকবাহীদের ভয় পায়। প্রসঙ্গত, পেছন থেকে কাপুরুষের মতো হামলা করে নিভিয়ে দিতে চায় আলোকযাত্রা। মধ্যযুগ থেকে শুরু করে বাংলাদেশ নামক ভূ-খন্ডের রক্তাক্ত জন্ম ইতিহাসে এই পিশাচদের কলঙ্কময় দাগ লেগে আছে।

বাংলাদেশ নামক স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্রটিকে মেধাশূন্য করার যে ষড়যন্ত্র ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে শুরু হয়েছিল তা অদ্যাবধি অব্যাহত। জাতির পথপ্রদর্শক হুমায়ুন আজাদ থেকে রেজাউল করিম সিদ্দিকী মানবতার মশালবাহী তরুণ প্রাণ রাজীব থেকে দীপন আর কত প্রাণের সংহার ঘটলে আমরা নতুনরূপে প্রতিবাদে সোচ্চার হবো? ড. জাফর ইকবালের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আজ হয়তো তিনি ভাগ্যক্রমে বেঁচে গেছেন, কিন্তু অন্যরকমও ঘটতে পারতো ! আমরা কোনোভাবেই চাই না এরকম ঘটনার পুনরাবৃত্তি হোক।

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই ধর্মান্ধ ও পৌশাচিক চেতনাধারীদের মূলোৎপাটনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানাচ্ছে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *