ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন’র বিশেষ সভা অনুষ্ঠিত

আজ ২৮ মার্চ ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন (TOAS)’র এক জরুরী বিশেষ সভা হোটেল এ্যাম্বাসেডর’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সভায় TOAS এর সদস্য ট্যুর কোম্পানীগুলোর মধ্যে ৩২টি ট্যুর কোম্পানীর মালিক ও তাদের প্রতিনীধিগনসহ মোট ৩৯ জন উপস্থিত ছিলেন। সভার শুরুতে সঞ্চালক সকলকে নিজ নিজ পরিচয় প্রদানের জন্য অনুরোধ জানান। পরবর্তীতে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় সুন্দরবন সংরক্ষণে করণীয়-বর্জনীয়, সুন্দরবনে ট্যুর পরিচালনার ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ উত্তোরণ সাপেক্ষে ট্যুরিষ্টদের সর্বোত্তম সেবা নিশ্চিতকরণের ক্ষেত্রে ট্যুর অপারেটরদের দায়িত্ব কর্তব্যসমূহ, নৌযান মালিক ও মালিক ব্যতীত উভয় ট্যুর অপারেটরদের মধ্যে নৌযান ভাড়া প্রদান ও গ্রহণের নিয়ম নীতি নির্ধারণ, ট্যুরে সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিসহ TOAS এর নতুন সদস্য অন্তর্ভুক্তি বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন (TOAS) এর সহ-সভাপতি মাজহারুল ইসলাম কচি, কোষাধক্ষ্য আবুল ফয়সাল মোঃ সায়েম (বাবু), সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ TOAS এর সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ এনামুল হক, সাহেদ মোঃ ইমরান এবং কাজী মনজুর-উল-আলম। উক্ত সভায় সভাপতিত্ব করেন TOAS এর সভাপতি এম. নাজমুল আজম ডেভিড এবং সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাচ্চু।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *