দু’টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় এবং জেলা কার্যালয়ের সমন্বয়ে ৬ সেপ্টেম্বর এক ভেজাল বিরোধী অভিযান খুলনামহানগরীর পাবলা ও দৌলতপুর  এলাকায় পরিচালিত হয়।

এ সময় প্যাকেটের গায়ে এমআরপি, মেয়াদ উল্লেখ না থাকায় এবং আইসক্রিমে নিষিদ্ধ রং মিশ্রণ করায় ভাই ভাই আইসক্রীমকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এবং এমআরপি বিহীন বিদেশী কসমেটিকস সংরক্ষণ ও বিক্রয় করার দায়ে জয় স্টোরকে এক হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী এবং উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং সকলকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ করা হয়। অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র প্রতিনিধিগণ।

 

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *