দেশব্যাপী উন্নয়ন মেলা ৪ অক্টোবর থেকে

সরকারের সাফল্য ও উন্নয়ন তুলে ধরতে আগামী ৪ অক্টোবর থেকে তিন দিনব্যাপী দেশের সকল জেলা ও উপজেলায় একযোগে চতুর্থ জাতীয় উন্নয়নমেলা-২০১৮ অনুষ্ঠিত হবে।

জেলা ও উপজেলা পর্যায়ে এই উন্নয়নমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের উদ্দেশ্যে ৯ সেপ্টেম্বর রবিবার বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন এতে সভাপতিত্ব করেন।

আগামী উন্নয়নমেলায় সরকারের বিগত বছরগুলোর সাফল্য, শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগ, এমডিজির সাফল্যসহ এসডিজি বাস্তবায়নে উদ্বুদ্ধকরা, দপ্তরের বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শনসহ মেলায় অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তাৎক্ষণিক সেবাও প্রদান করবে।

মেলায়  জেলার ইতিহাস ঐতিহ্যসহ তথ্যপ্রযুক্তিতে অগ্রগতিও তুলে ধরা হবে। উন্নয়ন মেলায় মুক্তিযোদ্ধাসহ প্রবীনদের অংশগ্রহণের পাশাপাশি তরুণ প্রজন্মকেও অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে। প্রান্তিক জনগোষ্ঠী মেলায় অংশগ্রহণ করে সরকারের বিভিন্ন দপ্তরের সেবা সম্পর্কে যাতে ধারনা পেতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে।

প্রস্তুতি সভায় খুলনার বিভাগীয় পর্যায়ের সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানসহ ১০ জেলার জেলা প্রশাসকের প্রতিনিধিরা অংশ নেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *