নোনাভূমিতে চলছে পথ’র ভাস্কর্য প্রদর্শনী

খুলনায় ১ জুলাই থেকে শুরু হয়েছে ভাস্করদের  ‘পথ’ শিরনামের ভাস্কর্য প্রদর্শনী। স্থান নোনাভুমি, শের-এ-বাংলা রোড, আমতলা মোড়, খুলনা।

প্রদর্শনীর পর্দা উন্মোচকের ভূমিকা পালন করেন শেখ সাদি ভূঁইয়া, স্থাপত্য বিভাগ প্রধান, চারুকলা ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়। প্রদর্শনী চলবে ৩ জুলাই পর্যন্ত।

প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট ২০টি’র অধিক ভাস্কর্য। ভাস্কর্যগুলির শিরনাম হ’ল পথ, চল কুড়ে ঘরে, দেশ ও জাতির গল্প, সবুজের অভাব, প্রতিজ্ঞা, অপেক্ষা, দুই, আদি, চক্র, নীর, বনসাই জীবন, চাকা, সবুজের দেবী, প্রকৃতি, খেলা, শক্তি, ফিডিং, ইউনিভার্স,পৃথিবী, সেন্টর, বিশ্ব। কাজের মাধ্যম সিমেন্ট, মিশ্র মাধ্যম। পদ্ধতি-ডাইরেক্ট কাস্টিং।

যাদের সৃষ্টিকর্ম নিয়ে প্রদর্শনী তারা হলেন ইসরাত হাসান সন্দীপ, শিপার হাসানুজ্জামান, দ্বীপন রহমান, নীল, কামরল, রূপাই সোহাগ, শামিম আশরাফ শেলী।

প্রদর্শনী ইতিমধ্যে খুলনার শিল্পানুরাগী মানুষের চিত্ত আন্দোলিত করতে সক্ষম হয়েছে বলে মনে করেন প্রদর্শনীতে আগত দর্শকগণ, যাদের মধ্যে সাধারণ দর্শক ছাড়াও আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীগণ।

প্রদর্শনীতে সকল মাধ্যমের বিপুল সংখ্যক মিডিয়া কর্মীদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *