বিশ্ব পরিবেশ দিবস – ২০১৮ উদযাপন

বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন । পরিবেশ দূষণের হাত থেকে এ বিশ্বকে বাঁচানোর অঙ্গীকার নিয়ে প্রতি বছর ৫ জুন দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ÔBeat Plastic Pollution /আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এবং স্লোগান ÔIf you can’t reuse it, refuse it /প্লাস্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি।’

১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতি বছর সারা বিশ্বের ১০০টিরও বেশি দেশে পরিবেশ দিবস পালন করা হয়। খুলনা বিভাগীয় প্রশাসন, খুলনা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর খুলনা’র যৌথ আয়োজনে এবং পরিবর্তন-খুলনা ও সিএসআর প্রোগ্রাম অব কেপিসিএল সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৫ জুন সকাল ৯ টায় খুলনা শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পরিচালক, পরিবেশ অধিদপ্তর, খুলনা মোঃ হাবিবুল হক খান, ।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় প্রধান, পরিবেশ বিজ্ঞান বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. সালমা বেগম, । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিভাগীয় কমিশনার, খুলনা, লোকমান হেসেন মিয়া । সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, খুলনা, আমিন উল আহসান, । এছাড়াও খুলনা পাওয়ার কোম্পানী লিঃ এর লজিষ্টিক ম্যানেজার ভোলা নাথ রায়, সিএসআর প্রোগ্রাম আব কেপিসিএল এর শিরিন পারভীন, মোঃ সাজ্জাদ সরকার সহ কম্পিউটার ক্লাসের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন পরিবর্তন-খুলনা’র শেখ আমীর আখতার, আজিজুর রহমান ছবি, মোঃ মনিরুল ইসলাম, উম্মে সালমা, মাফরুদা খাতুন প্রমুখ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *