শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহবান

আজ বিকেল সাড়ে ৩ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় নিরাপদ সড়ক আন্দোলন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুসরণে ক্লাস, পরীক্ষা, ফলাফলসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় উপাচার্য তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন যে ন্যায্য তা প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায় থেকে স্বীকৃত হয়েছে এবং ইতোমধ্যে সব দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। এমতাবস্থায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থান করে শিক্ষাকার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের আহবান জানান।

এক্ষেত্রে তিনি সভায় উপস্থিত শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের সহযোগিতা কামনা করেন। এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক, সমাজ বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, ফউটে ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, সমাজ বিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল জব্বার, ফার্মেসি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আশীষ কুমার দাস, সিএসই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সালমা বেগম, ইসিই ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ শামীম আহসান, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. শরীফ হাসান লিমন প্রমুখ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *