সংসদ সদস্য সুজা’র মৃত্যুতে আ’লীগের ৭ দিনে কর্মসূচি ঘোষণা

খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা এমপি’র মৃত্যুতে যৌথ জরুরী সভা করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। জরুরী সভা শেষে মোস্তফা রশিদী সুজার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এমপি মোস্তফা রশিদী সুজা গতকাল গভীর রাতে সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।

সভায় শনিবার থেকে ৭ দিন ব্যাপী শোক কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ।কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ জুলাই ’১৮ সকাল ৭টায় আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, দিনব্যাপী দলীয় কার্যালয়ে কোরআন খতম। কর্মসূচি নগরীর পাঁচ থানা এবং সকল ওয়ার্ড সহ সকল উপজেলা ও ইউনিয়ন একযোগ পালন করবে। এছাড়া এস এম মোস্তফা রশিদী সুজার মৃতদেহ খুলনায় আসার পরে প্রথমে দলীয় কার্যালয়ে এনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। পরে শহীদ হাদিস পার্কে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে টুটপাড়া কবরস্থানে তাঁর বাবা মায়ের পাশে দাফন করা হবে। এছাড়া ৩ আগস্ট শুক্রবার বিকাল ৩টায় শহীদ হাদিস পার্কে নাগরিক শোক সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ বিকাল ৫টায় খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি ও জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন, শেখ হায়দার আলী, এ্যাড. এম এম মজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, পঞ্চানন বিশ্বাস এমপি, বেগ লিয়াকত আলী, এ্যাড. রজব আলী সরদার, এমডিএ বাবুল রানা, উপজেলা চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, নুর ইসলাম বন্দ, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, কামরুজ্জামান জামাল, আকতারুজ্জামান বাবু, এ্যাড. আইয়ুব আলী শেখ, শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. ফরিদ আহমেদ, জোবায়ের আহমেদ খান জবা, অধ্যাপক আলমগীর কবীর, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কাউন্সিলর আলী আকবর টিপু, হালিমা ইসলাম, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, হাফেজ মো. শামীম, এ্যাড. শাহ আলম, মো. মফিদুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, শেখ নুর মোহাম্মদ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ আবিদ হোসেন, উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, অধ্যা. আশরাফুজ্জামান বাবুল, মালিক সরোয়ার উদ্দিন, সরদার আলমগীর হোসেন, মো. মহাসিন, এমদাদুল হক, শাহাবুদ্দিন জিপ্পী, ইউপি চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, শিপলু ভূঁইয়া, সরদার জাকির হোসেন, জামিল খান, মো. মোতালেব হোসেন, খান সাইফুল ইসলাম, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. মোতালেব মিয়া, মাহফুজুর রহমান সোহাগ, মো. মুজিবর রহমান মুজিব সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নাগরিক শোক সভা সফল করতে প্রত্যেক থানা, উপজেলা, ওয়ার্ড এবং ইউনিয়ন যথাযথ ভাবে পালন করার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *