খুবির ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষার্থী মোল্যা নাজিম উদ্দিনের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের মাস্টার্স উত্তীর্ণ প্রাক্তন মেধাবী শিক্ষার্থী মোল্যা নাজিম উদ্দিনের অকাল মৃত্যুতে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তিনি বলেন, তার এই মৃত্যু খুবই বেদনার এবং অপূরণীয় ক্ষতির। কৃতি গ্রাজুয়েট হিসেবে দেশ ও জাতির সেবায় সে অনেক অবদান রাখতে পারতো। তিনি তার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। অপরদিকে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) টিপু সুলতান অনুরূপ গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে ইংরেজি ডিসিপ্লিনের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী কৃতি গ্রাজুয়েট মোল্যা নাজিম উদ্দিনের অকাল মৃত্যুতে ইংরেজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও কর্মচারীবৃন্দ অনুরূপ শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সকাল সোয়া ১১ টায় অনুষ্ঠিত তার নামাজে জানায় ডিসিপ্লিনের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন। গত ২ জুলাই টিউশন শেষে বাসায় ফেরার পথে গ্লাক্সো মোড়ের অদুরে বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে পিছন দিক থেকে চাপা দিলে সে মারাত্মক আহত হয় এবং ৫ দিন পর চিকিৎসারত অবস্থায় গতকাল রাতে ঢাকায় মৃত্যুবরণ করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *