খুলনায় ২ দিনব্যাপী টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি (কেটিআরইউ)’র উদ্যোগে টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ রোববার সকালে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আজমল আহমেদ তপন, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু। সভাপতিত্ব করেন খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মামুন রেজা। পরিচালনা করেন ইউনিটির সাধারণ সম্পাদক সুনীল দাস।

রোববার প্রথম দিনে প্রশিক্ষক ছিলেন মোহনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রহমান মোস্তাফিজ ও একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান। সোমবার প্রশিক্ষক থাকবেন জি টিভি’র এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পরে দেশে গণমাধ্যমের বিকেন্দ্রীকরণ করেছেন। দেশে বেসরকারী টেলিভিশনের লাইসেন্সের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। গণমাধ্যমের এই স্বাধীনতার যুগে উন্নত বিশ্বের গণমাধ্যমের সাথে তাল মেলাতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সমাজের ও রাষ্ট্রের উন্নয়নের বাধাগুলোকে নিরপেক্ষভাবে তুলে ধরতে পারলে বাংলাদেশ আরও দ্রুত উন্নতি করতে পারবে। প্রশিক্ষণ কর্মশালায় খুলনায় কর্মরত ৩০ জন টেলিভিশন সাংবাদিক অংশগ্রহণ করছেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *