জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আজ সোমবার সকালে খুলনা জেলা প্রশাসন সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।দিবস দুইটির এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ এবং ‘হাত ধোব নিয়মিত, থাকবো স্বাস্থ্যসম্মত’।

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, মানুষের বেঁচে থাকার জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার এবং পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ অন্যতম শর্ত। হাতের কারণে ৮০ শতাংশ মানুষের রোগ হয়। এজন্য ভালভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে সকলকে। সুস্থ থাকতে হলে নিয়মিত ২০ কিলোমিটার হাঁটা দরকার। তিনি বলেন, দেশ সকল ক্ষেত্রে উন্নতি হয়েছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে অস্বাস্থ্যকর স্যানিটেশন শূণ্যের কোটায় নামিয়ে আনতে হবে। আগের তুলনায় মানুষের মধ্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার ইতোমধ্যে দেশের সকল জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন নীতিমালা ও কৌশল প্রণয়ন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ সুশান্ত কুমার রায়, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী অফিসার পলাশ কান্তি বালা, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার এস এম ফজলুল রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) জিয়াউর রহমান এবং খুলনা ইউনিসেফের বিভাগীয় প্রধান মোঃ কফিল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম ওয়াহিদুল ইসলাম। স্বাগত জানান খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগরের সাবেক কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির এবং ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা। বর্তমান স্যানিটেশন পরিস্থিতি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী প্রকৌশলী জয়ন্ত মল্লিক। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এর আগে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দারের নেতৃত্বে শহীদ হাদিস পার্ক হতে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসন কার্যালয় চত্ত্বরে হাত ধোয়া কৌশল প্রদর্শণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতায় খুলনা বিভাগীয় প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সিটি কর্পোরেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *