মোট ৬ টি আসনে ইভিএম-এ ভোট

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন)-এ ভোটগ্রহণের জন্য ছয়টি আসন চূড়ান্ত করেছে । দৈবচয়ন পদ্ধতি অনুসরণ করে কম্পিউটার প্রোগ্রামিং’র মাধ্যমে এসব আসন চূড়ান্ত করা হয়েছে। আসন ছয়টি হ’ল ঢাকা-৫, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ এবং সাতক্ষীরা-২।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটির সাতটি আসন থেকে একটি, উত্তরের সাতটি থেকে একটি, চট্টগ্রামের তিনটির মধ্যে একটি, অন্যান্য ১০ সিটি করপোরেশনের মধ্যে দুটি, এবং দেশের শহর ও পৌর এলাকার একটি আসন বেছে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘ইভিএম ব্যবহারে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ইভিএম আমরা পেয়ে যাবো। এরপর কমিশনে ডেটা ইনপুট দেওয়া হবে।’

ইসি সচিব বলেন, ‘সেনাবাহিনীর সিগন্যাল কোর এবং কমিশনের টেকনিক্যাল পারসনদের দিয়ে ইভিএম ব্যবহার করা শেখানো হবে। যেসব কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হবে সেসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে ইভিএমে ভোট নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে।’

ইসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি সংসদীয় আসনে ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে। সিটি করপোরেশন এবং জেলা সদর সংশ্লিষ্ট ৪৮ আসনের মধ্যে থেকে দৈবচয়নের মাধ্যমে ওই ৬টি আসন নির্ধারণ করা হবে। সোমবার বিকাল ৫টায় সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে দৈবচয়ন অনুষ্ঠিত হয়।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *