হিউম্যানিওয়াচ’র ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটিওয়াচ’র ২০তম বার্ষিক সধারণ সভা ১৭ জুন সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

হিউম্যানিটিওয়াচ’র চেয়ারপার্সন সরোজ দাশ পিন্টু সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন শরিফুল ইসলাম সেলিম এবং অর্থ প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের ভাইস চেয়ারপার্সন পলাশ দাশ।

এবছর বার্ষিক সভায়  ব্লাডগ্রুপিং ক্যাম্প, রক্তদাতাদের ডাটাবেজ,  নিরাপদ কুষিজাত পণ্যের চেইনশপ, খাবার পানির সংকট মোকাবিলায় সমন্বিত মুভমেন্ট গড়ে তোলা, স্থানীয় সমস্যা সমাধানে নানামুখী কর্মসূচি গ্রহণ, মানবাধিকার, বিশ্ব পানি, আবহাওয়া, বিশ্ব রক্তদাতা, পরিবেশ ও আইলা দিবস পালনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া এই সভায় হিউম্যানিটিওয়াচ’র আগামী এক বছরের বাজেট গ্রহণ করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন হিউম্যানিটিওয়াচ’র ভাইস চেয়ারপার্সন তরিক রহমান, সহ-সাধারণ সম্পাদক মো: রাসেল, নির্বাহী কমিটির সদস্য মাহফুজুর রহমান মুকুল, লিঠু রাণী মন্ডল, হুমায়ুন কবির, মোহাম্মদ আলী স্বপন, শেখ হাসান মাহফুজ, নাসিম রহমান কিরণ, ফরহাদ হোসেন মিটন, আকবর হোসেন, মেহেদী হাসান, অমল রায়, অহিদুর রশিদ, রিয়াজুর রহমান, শাহনাজ পারভীন প্রমূখ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *