বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অনগ্রসর জনগোষ্ঠির জলবায়ু বিপন্নতাঃ তাদের সুরক্ষা ও টেকসই উন্নয়নে অন্তর্ভুক্তি’ শীর্ষক দিনব্যাপী সেমিনার মঙ্গলবার ২৪ ডিসেম্বর নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম’র সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার ম.জভেদ ইকবাল, খুলনা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাহেব আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোঃ মোতাহার হোসেন, জেলা ত্রান ও পূনর্বাসন অফিসার আজিজুল হক জোয়াদ্দার, উপ-বন সংরক্ষক মোঃ কবির হোসন পাটোয়ারী, বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও বেসরকারি উন্ন্য়ন সংস্থা নাগরিক উদ্যাগের প্রধান নির্বাহী জাকির হোসেন,বিডিইআরএম’র সভাপতি মনি রাণী দাস।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পরিবর্তন-খুলনার নির্বাহী পরিচালক নাজমুল আজম ডেভিড এবং ধারণাপত্র উপস্থাপন করেন নাগরিক উদ্যোগের প্রকল্প সমস্বয়কারী ইসতিয়াক মাহমুদ। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন কনসেন্স’র সেলিম বুলবুল, ছায়াবৃক্ষের মাহবুরল আলম বাদশা, মওদুদুর রহমান, ধ্রব’র উত্তম দাস, প্রসেস’র মেরী রত্না, শেখ আব্দুল হালিম এবং অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে দাকোপের অনিমা মন্ডল ,অঞ্জলি সরকার, সজিব মিস্ত্রি, সুব্রত রায়,প্রনব রায়,প্রসেনজিৎ মিস্ত্রি , কয়রার রহমত শিকারী, সরোজ মিস্ত্রি, আব্দুস সামাদ সরদার, নিশিত কুমার মিস্ত্রি , বটিয়াঘাটার পূণিমা দাস, দৌলতপুরের মান্দার দাস।
সেমিনারে অতিথিরা বলেন,এসডিজি’র মূল লক্ষ্য হলো কাউকে পেছনে না রেখে, সবাইকে নিয়ে উন্নয়নের মূল ধারায় এগিয়ে যাওয়া। এজন্য সরকার তৃণমূল পর্যায় থেকে এসডিজি’র লক্ষ্যগুলো বাস্তবায়নে নানা কর্মসূচি গ্রহণ করেছে। উপকুলীয় খুলনাঞ্চলে অনগ্রসর নানা-শ্রেণি পেশার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য,স্যানিটেশন,সুপেয় পানি ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমগুলো সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সস্মিলিতভাবে বাস্তবায়ন করে যাচ্ছে।
সেমিনাওে খুলনার বিভিন্ন অঞ্চলের অনগ্রসর শ্রেণির প্রতিনিধি, সরকারি- বেসরকারি দপ্তরের কর্মচারী, সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম বাংলাদেশ এর ব্যানারে খ্রিস্টান এইড’র সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ, পরির্বতন- খুলনা এবং বিডিইআরএম এ সেমিনারের আয়োজন করে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ