খুলনায় এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র নিষেধাজ্ঞা

পহেলা (১) এপ্রিল থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে এইচএসসি, এইচএসসি (বিএম) ও আলিম ডিপ্লোমা-ইন-বিজনেস স্ট্যাাডিজ (ডিআইবিএস) পরীক্ষা-২০১৯।

এ পরীক্ষা উপলক্ষে খুলনা মেট্রোপলিটন এলাকাধীন ১ এপ্রিল থেকে ১১ মে-২০১৯ পর্যন্ত পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশ নিন্মবর্ণিত কতিপয় আদেশ জারী করেছে।

পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি লাঠি বিষ্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন  এবং কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত: কেএমপি এলকায় এবারে মোট ২৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে: সরকারি এম এম সিটি কলেজ, খুলনা; সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজ, লবনচরা, খুলনা; হাজী আব্দুল মালেক ছালেহিয়া দাখিল মাদ্রাসা, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, খুলনা ইসলামিয়া কলেজ, বয়রা; আহসান উল্লাহ কলেজ, খুলনা; হোমিওপ্যাথিক কলেজ, বয়রা; শহীদ আবুল কাশেম কলেজ, হরিণটানা, খুলনা; প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠ, হরিণটানা; রায়েরমহল কলেজ, আড়ংঘাটা; রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়, খুলনা; খুলনা সরকারি মহিলা কলেজ, বয়রা; খুলনা পাবলিক কলেজ, বয়রা; খুলনা মডেল স্কুল এন্ড কলেজ, বয়রা; সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, খালিশপুর; বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ, গোয়ালখালী; দৌলতপুর দিবা-নৈশ কলেজ, সরকারি মুহসীন মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর; মুহসীন মহিলা কলেজ, দৌলতপুর; ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ; খানজাহান আলী আদর্শ কলেজ, শিরোমনি; খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, খুলনা এবং শিরোমনি আলিম মাদ্রাসা, শিরোমনি, খুলনা।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *