খুলনা মহানগরীর মরিয়মপাড়া ও দারোগাপাড়ায় গতকাল (মঙ্গলবার) খুলনার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নেতৃত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার(দক্ষিণ), আনসার, খুলনা সদর থানার ওসি ও অন্যান্য দপ্তরের সমন্বয়ে মাদকবিরোধী টাস্কফোর্স ও মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
অভিযানে রূপক (২৫), মনিকা সরকার (৪৫) ও আব্দুল হামিদ (৪০) কে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে একশ ১৩ বোতল ফেনসিডিল, একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১৩টি রিভলবারের গুলি, ১৭টি শর্টগানের গুলি, এক বোতল হুইস্কি, একবোতল রয়্যাল ডাচ বিয়ারসহ একটি মটোরবাইক ও ১১ হাজার পাঁচশত টাকা জব্দ করা হয়। খুলনা জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ