আন্তর্জাতিক কাস্টমস দিবস ২৬ জানুয়ারি

আগামী ২৬ জানুয়ারি খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হবে। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের ১৮৩টি সদস্য দেশের সাথে একযোগে দিবসটি পালনের জন্য মোংলা কাস্টম হাউস নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। খুলনার খালিশপুরে অবস্থিত মোংলা কাস্টম হাউসের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস আজ বৃহস্পতিবার কাস্টমস সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান।

কমিশনার বলেন, দিবসটি পালন উপলক্ষে ২৬ জানুয়ারি সকাল ৯টায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি মোংলা কাস্টম হাউস প্রাঙ্গণ থেকে যাত্রা করে হোটেল টাইগার গার্ডেন ইন্টারন্যাশনালে গিয়ে শেষ হবে। র‌্যালি শেষে উক্ত হোটেলের হল রুমে একটি সেমিনারের আয়োজন থাকবে। উক্ত সেমিনারে মেয়র, সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, এনবিআর সদস্য, সংশ্লিষ্ট স্টেক হোল্ডারসহ সুধীজন অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে কাস্টমস, এক্সাইজ ও  ভ্যাট কমিশনারেট, খুলনার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশেদুল আলম, মোংলা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মোহাম্মদ সেলিম শেখসহ অন্যান্য উর্ধ্বতন কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *