কেসিসির পৌরকর আদায় মেলা শুরু ৮৩ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা

খুলনা সিটি কর্পোরেশনের  (কেসিসি) পক্ষকাল ব্যাপী পৌরকর আদায় মেলা আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। এ বছর ৮৩ কোটি টাকা আদায়ের লক্ষমাত্রা নির্ধারণ করে কেসিসি মাঠে নেমেছে।

কেসিসি চত্বরে আজ সকালে ১৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলমান এই মেলার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকাদর আব্দুল খালেক। উদ্বোধনী বক্তৃতায় মেয়র বলেন, বাংলাদেশের বাজেট এখন স্বনির্ভরশীল। সারাদেশের মতো খুলনাতেও ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। এসকল উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নগরবাসীদের এগিয়ে  আসতে হবে। সময়মত পৌরকর পরিশোধ না করলে উন্নয়ন কর্মকান্ড ও নাগরিক  সেবাসমূহ ব্যাহত হয়।

মেয়র সময়মতো পৌরকর পরিশোধ করে নগরের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। এসময় তিনি মেলা চলাকালীন পৌরকর পরিশোধকারীদের জন্য ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা দেন।

 

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *