সুন্দরবন আইটি একসেস সেন্টারে ডিজিটাল কন্টেন্ট ম্যানেজমেন্ট ট্রেইনিং শুরু

সুন্দরবন আইটি  একসেস সেন্টারের  পৃষ্ঠপোষকতায়  ও আই সি টি  ডভিশিন’র  এল আই সি টি প্রজেক্ট’র অধীনে পরিবর্তন-খুলনা কার্যালয়ে শুরু হয়েছে ‘ডিজিটাল কন্টেন্ট ম্যানজেমন্টে’ ট্রেইনিং।

৮ র্মাচ বিশ্ব নারী দিবস উৎযাপনের মধ্য দিয়ে শুরু হয়  ‘ডিজিটাল কন্টেন্ট ম্যানেজমেন্ট’র প্রথম ব্যাচের ক্লাস। যেখানে অংশ নেয় ২২জন নারী। ১৬০ ঘন্টার এই ট্রেইনিং চলবে তিনমাস ব্যাপী।  ট্রেইনিং থেকে শিক্ষার্থিগণ কন্টেন্ট রাইটিং, প্রোডাক্ট বিবরনী, প্রফেশনাল ই-মইেল তরৈী,  ডিজিটাল মার্কেটিং ও অন্যান্য বিষয় সমূহ শিখতে সক্ষম হবে।

উদ্বোধনী ক্লাসে উপস্থতি ছলিনে ই-সবেী এন্টারপ্রাইজ’র প্রতষ্ঠিাতা ও দলনতো মোশারফ হোসনে, পরিবর্তন-খুলনা’র নির্বাহি পরিচালক নাজমুল আজম দেভিড, অনলাইন পোর্টাল সুন্দরবন সমাচার’র চীফ রিপোর্টার শামিম আশরাফ শেলী এবং পরিবর্তন’র সহকর্মীবৃব্দ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *