আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার। মোট আক্রান্ত সাড়ে ৬৮ লাখ মানুষ। মৃতের সংখ্যা ৪ লাখের কাছাকাছি।
শুক্রবারই মারা গেছে ৫ হাজার ১শ’র বেশি মানুষ। এদিন সর্বাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রাণ গেছে ১২শ’র বেশি মানুষের। এ নিয়ে দেশটিতে প্রাণহানি ১ লাখ সাড়ে ১১ হাজার। আক্রান্ত সাড়ে ১৯ লাখেরও বেশি।
সহস্রাধিক মানুষের প্রাণহানির পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে ব্রাজিলে। ফলে মৃত্যুর দিক থেকে ইতালিকেও ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকার দেশটি। আক্রান্ত সাড়ে ৬ লাখ মানুষ।
নতুন করে ৩৫৭ জন মারা গেছেন যুক্তরাজ্যে। সরকারি হিসেবে দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪০ হাজার।
by
সর্বশেষ মন্তব্যসমূহ